২৪০ বার পড়া হয়েছে
সোনালি অতীত
[তসলিমা হাসান]
অনেক-অনেক দিন আগে
আমি কারো অপেক্ষায় ছিলাম,
যে হৃদয়ের সবগুলো দরজায় কড়া নাড়বে;
আমার সব অবরুদ্ধতা ভেঙে দিয়ে,
আমায় উজাড় করে ভালোবাসবে,
কোন কিন্তু থাকবে না;
কোন দ্বিধা থাকবে না;
কোন অপূর্ণতায় কিছু যায় আসবে না।
কোন বৈষয়িক হিসাব নিকাশ যেখানে থাকবে না,
যেখানে মন ছুটে যাবে সাইক্লোনের মতো,
সুনামির মতো,
ভাসিয়ে নিয়ে যাবে আমায়
নিশ্চিন্তে, সীমাহীন আত্মবিশ্বাসে,
ঠিক যেমন অভ্যুত্থান রুখে দেয় বিপর্যয়।
যুগ যুগ ধরে সেই অবধারিত আগমন, অনুরণন,
সমর্পন, স্পন্দন সে তুমি।
তসলিমা হাসান
কানাডা: ০৬-০৫-২০২২
২ Comments
congratulations
ভালো লাগলো পাঠে