২৫২ বার পড়া হয়েছে
ঈদের খুশির উতল হাওয়া।
। সুরমা খন্দকার ।
মন খারাপের মেঘগুলো আজ
যাক না উড়ে দূরে।
ধনী গরীব সবার মন প্রাণ যেন
খুশির হিল্লোলে যায় ভরে।
উৎসবের এই মিলন মেলায়
আমরা যেন এক হয়ে রই।
সার্বজনীন সম্প্রতির গান
গাই যেন আজ সবাই।
ধর্মের ও যেন হয় না ভেদ
ঈদ হোক মিলন চেতনার।
শান্তিপূর্ণ সমঝোতা হোক
যেন উঁচু নিচু সব একাকার।
ঈদের খুশির উতল হাওয়া
ছুটে চলে দিগ্বিদিক।
খুশির জোয়ার বইতে থাক
দুঃখরা সব মূর্ছা যাক।।
১ Comment
congratulations