৩৭৭ বার পড়া হয়েছে
অভিমান
[জাহানারা বুলা।]
অভিমান জমা হয়ে আছে
কষ্টও ভাজে ভাজে
প্রশমিত হোক না কেন
তার পর কথা বোলো এসে।
নীল নক্ষত্রের দিকে চেয়ে আছো
চেয়ে আছো ধূসর অন্ধকারে
আমি কি লভ্য এতই
খুঁজে পাবে অনায়াসে!
আমি আছি আমার মত চুপ
ধ্রুব তারাদের মাঝে
ছিটকে পড়বো না জেনো
দিগন্তে বা আশেপাশে।
তোমার ইচ্ছে পূরণের দাবি
জানানো হবে না চোখ বুজে
আমাকেও সহসাই তুমি
পাবে না খুঁজে।
২৬ এপ্রিল, ২০২২
ঢাকা।


১ Comment
congratulations