২৫২ বার পড়া হয়েছে
ফাউল
[জগলুল হায়দার]
লিটার দিয়া রোড মাপা আর
মিটার দিয়া পানি
মাপলে পরে ঠিক হবে তা
কন তো কতোখানি?
বর্গফুটে গ্যাস মাপা আর
ঘনফুটে রেখা
মাপলে পরে যায় কি পাওয়া
সঠিকতার দেখা?
এইভাবে তো মাপতে গেলে
বাঁধবে খালি কাউল
ফুটবল দিয়া হ্যান্ডবল খেলা
মাপলে পূরাই ফাউল!
সসীমতার বিজ্ঞান দিয়া
অসীমতার ধর্ম
মাপলে বিজ্ঞান, ধর্ম কারোই
থাকবে না মূল মর্ম।
বিজ্ঞান ধর্ম আপন আপন
জায়গাতে ভাই সত্য
ধর্ম জাগায় বিশ্বাস যেমন
বিজ্ঞান নানা তত্ত্ব।
বিজ্ঞান যেথায় শেষ সেখানে
ধর্ম করে যাত্রা
এই কমনসেন্স না থাকলে তো
হইবা ফাউল-ফাত্রা।
Canada:
১ Comment
congratulation