৪১১ বার পড়া হয়েছে
আজ বসন্ত
[চিত্তরঞ্জন সাহা চিতু]
আজ বসন্ত প্রথম দিনে
মেতে ওঠে বুঝি প্রাণ,
অই ছুটে আসে মিষ্টি সুবাস
হাজার ফুলের ঘ্রান।
আজ বসন্ত লাল ফুল ফোটে
কৃষ্ণচুড়ার ডালে,
দক্ষিণা বাতাস দোল খেয়ে যায়
ছন্দের তালে তালে।
আজ বসন্ত রঙিন স্বপ্ন
ভালবাসার বুঝি আাসে,
দুর আকাশে আলো ঝলঝল
লক্ষ তারারা হাসে।
আজ বসন্ত দুজনার মাঝে
ফুল হয় বিনিময়,
যুগে যুগে তাই এই বসন্ত
বাঙালির কথা কয়।

