২৫৫ বার পড়া হয়েছে
দিন যায়
[লুৎফুর রহমান চৌধুরী রাকিব]
গ্রামের মাঝে বেড়ে ওঠা
প্রাণের শ্যামল বাংলায়
শৈশব কাটে কষ্টের ভেলায়
আমার সোনার বাংলায়।
শ্যামল ছিল সহজ সরল
সবার কাছে প্রিয়জন
তার ভেতর লুকিয়ে ছিল
সুন্দর একটা মন।
শ্যামল শ্যামল বলে সবাই
ডাকতো আদর করে
সেই ডাক শুনে শ্যামল
ছুটে যেতো সবার তরে।
সবাই বলে কাঁচা শ্যামল
কাঁচা গায়ের ছেলে
হঠাৎ তুমি ফাঁকি দিয়ে
কোথায় চলে গেলে।
দিনের পর দিন চলে যায়
তার খবর মিলে না
যুদ্ধে বুঝি গেছে শ্যামল
ফিরে আর আসে না।