৩০৩ বার পড়া হয়েছে
প্রচ্ছদের রাজা, ধ্রুব এষ-এর জন্মদিন পালিত।
যার প্রতিটি তুলির টান কবিতা
যার রঙের খেলা উপন্যাস
যার ভাবনায় বর্ণমালা বাংলাদেশ
জন্ম : ১৯৬৭
মা: লীলা এষ
বাবা : ভূপতিরঞ্জন এষ
ধ্রুব এষ ১৯৬৭ সালের ৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম ভূপতি রঞ্জন এষ ও মাতার নাম লীলা এষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
দশ হাজারের বেশি বইয়ের প্রচ্ছদ করেছেন পাশাপাশি লিখছেন। লিখতে পছন্দ করেন রহস্য কাহিনি, আদর্শ মানেন এডগার এলান পাে-কে। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৪১। যতদিন পারেন প্রচ্ছদ করবেন এবং লিখবেন।