১৯২ বার পড়া হয়েছে
শিশুতোষ ছড়া :
রিমঝিম বৃষ্টি
আবুল খায়ের
ছন্দে আসে বৃষ্টি
অবাক করা দৃষ্টি
সতেজ আজ কৃষ্টি
বিধাতার ঐ সৃষ্টি।
রিমঝিম রিমঝিম
টুপ টাপ হিম হিম
যায় চলে যায় দিন
মজা তাই সীমাহীন।
মেঘের ভেলা আকাশে
উদাস করা বাতাসে
করে সব কোলাহল
দল বেঁধে ছুটে চল।
খোকা ধরে যে বায়না
ইশকুলেতে যায় না
খেলাধুলা সব বাসাতে
মন থাকে সে আশাতে।