২৩৪ বার পড়া হয়েছে
পিতা
রবিউল ইসলাম
তোমার সাথে আমার রক্তের বন্ধন
তুমিই তো আমার জন্মদাতা পিতা,
তোমার সাথে ভালোবাসার চিরবন্ধন
যেমন করে জড়িয়ে থাকে বৃক্ষলতা।
সন্তানকে অনেক করতে চাই বড়
ঝরায় যে গায়ের কতো ঘাম,
আমার মুখে হাসি ফুটাতে বাবা
খেটে যায় কতো অবিরাম।
বাবা একজন তিনি শুধুই বাবা,
যায় আসে কি বাবার পেশা,
হাজার অপরাধের অপরাধী বাবা
তবুও নিরপরাধ বাবার ভালোবাসা।
এই জগতে অগণিত কতো বৃক্ষ
বটবৃক্ষের মতো নেইকো ছায়া,
এই জগতে অগনিত কতো মানুষ
বাবার মতো কেউ করে না যে মায়া।
সন্তান বাবার কলিজার টুকরো
সন্তান বাবার দুই নয়নের আলো ।
পৃথিবীর এপারে পৃথিবীর ওপারে
সব বাবাকে আল্লাহ রাখুন ভালো।।
২ Comments
মাশাল্লাহ অসাধারণ লিখেছেন
very good job;