কাপুরুষ
শামীমা ইসলাম
(নরসিংদীর আঞ্চলিক ভাষায় কবিতা)
কচু গাছে ফাঁস লইছে
মনে অইল কষ্ট,
বাঁচতে চাইলে পিরিত কইরনা
জীবন অইব নষ্ট।
আগে থেইক্কা ভালা অইও
মনে জ্বালা নাই,
প্রেম পিরিতি বিষম জ্বালা
চিন্তা করো তাই।
কাপুরুষ জন্ম নিয়া অই
মইরা যাইতো চায়,
এমুন মরা হেডম ছাড়া
হেই বেডারাঐ পায়।
বেডা নামে কলঙ্ক হেরা
কচু গাছে ফাঁস,
হিজলা মানু আরো ভালা
তরার কফালে বাঁশ।
ছেরিরা সব ব্যবসা করে
ছিনি মিনি করে,
কলঙ্কের মালা গলায় পিন্ধা
লজ্জা শরম নাইরে!
লোক সমাজে ইজ্জত নিয়া
করছে তারা খেলা,
সবল সমাজ ধ্বংস কইরা
নিম্ন জীবন ভেলা।
ইসলাম ধর্মে বিশ্বাসী যারা
আল্লাহর ডর আছে,
শিক্ষা দেও দ্বিনের পতে
ভুল অইত না পাছে।
২৬-০৯-২১ ইং সময় সকাল ১০:২২ মিনিট।
ময়মনসিংহ।
১ Comment
ভালো ছিলো। আঞ্চলিক ভাষায় প্রেম এবং বিরহের আলোকপাত, মানুষের অনৈতিক আচরণের আলোকপাত, ধর্মীয় মূল্যবোধের প্রতি আলোকপাত।
সুন্দর হয়েছে।