লক্ষ হাদির শপথ
মো. ওসমান গনি
কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল?
বল, আমাকে বল
তোরা তো জাত বেওয়ারিশ পঙ্গপালের দল!
চোরের মতো আসিস তোরা
মদ-গাঁন্জায় খাটিস ভাড়া
থাকিস পড়ে পথের ডোবার গায়ে মেখে মল
কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল?
রাজপথে ঐ দাঁড়িয়ে গেছে লক্ষ হাদির ভাই
ভাঙবো তালা উড়বে নিশান রক্ষা তোদের নাই
রক্ষা তোদের নাই
নিশান তুলে শপথ নিলাম মুষ্টি তুলে আকাশে
হাদি বাঁচলে দেশ বাঁচলে ছড়িয়ে দিলাম বাতাসে
একটি গাছে ফলবে আবার লক্ষ কোটি ফল
কত হাদিকে মারবি তোরা কুলাঙ্গারের দল?
একটি গুলি লাগছে বুকে চিতিয়ে দিলাম হাজার
এই রক্তের বদলা নেবো এই দেশটা সবার
রক্ত এবার ধুয়ে দেবো তোর চোখেরই জল
তোরা তো জাত বেওয়ারিশ পঙ্গপালের দল!

