বিজয় কোথায়
মোহাম্মদ কুতুবউদ্দিন
বিজয়ের মাসে বিজয়ের ছোখ হাতছানি দেয় বারবার
প্রজন্মের ভাবনার শেকড় বেয়ে টেনে দেয় বিজয় রেখা
রাতের শরিরে বিবাধের মোহে ঝিমিয়ে থাকা ভোর
নামিয়ে আনে এক মুঠো তেজস্বী রোদ।
ইতিহাসের রক্ত কণাগুলো বাতাসের সিড়ি বেয়ে নেমে
সুধায় এক কলস্রর শোকগীতি। চিকচিক করে
শোভিত হয় ইতিহাসে ধার দেয়া সেই রক্তের দেনা।
শকুনের চিবিয়ে খাওয়া শহীদের হাড্ডির অস্থিমজ্জা-
প্রতিটি ভোরে এসে নতুন সকাল নির্মাণ করে,
বিজয়ের ব্যাকুলতায়,
প্রতিটি সকাল জাগ্রত করে সদ্য জন্মা শিশুর মেধার উদরে।
ইতিহাসের তলপেট থেকে বুদবুদ করে
ঘুমিয়ে থাকা কিশোর পালের তেজের মহাসড়কে
নির্মান করে যায় এক বিজয়ের মহা মরুর উপত্যকা।
৪৭,৫২,৬৯,৭১ এগুলো এক একটি বহমান রক্ত নদের উপনাম।
আরও কত রক্ত নদীর স্রোতের আবেশে
হেয়ালি বিসংবাদে নির্মিত হয়েছে বহমান সহস্র রক্তের রেখা,
২৪শেও থেমে নেই।
জুলাইয়ের রক্ত নদের প্রতিটি মোহনায়
নির্মিত হয়েছে আগস্টের উত্তাল সমুদ্র,
থেমে নেই মানুষের মৃত্যুর মিছিল মুক্তির উল্লাসে বিজয়ের খোঁজে
শুধু বিজয়ের খোঁজে, বিজয় কোথায়?

