একগুচ্ছ ছড়া
মেহেদী ইকবাল
১) শিং
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
লাফায় ক্ষেতে ব্যাঙ!
কুকুর ডাকে ঘেউ
জাল নিয়ে আর ট্যাঁটা নিয়ে
বিলের পানে কেউ।
ডিং ডিডা ডিং ডিং
চত্রা বিলে মফিজ চাচা
ধরছে খালি শিং!
২) পাকশী
পাকশী গিয়ে দুধ চা খাবো
একটু চিনি কম
ট্রেন উঠেছে রেলের ব্রিজে
ঝম্ ঝমাঝম্ ঝম্!
ঝুলছে তালা বন্ধ চাকা
ঐ উড়ে যায় চিল
দুপুর রোদে ঝিমায় বসে
পাকশী পেপার মিল!
৩) মিল্লি
চীন দেশে থাকে মামা
চাচা থাকে সৌদি
দাদা থাকে কোলকাতা
শিলিগুড়ি বৌদি!
করোনার দিন শেষে
যাবি নাকি দিল্লী?
দুপুরের মেন্যু আজ
বীফ দিয়ে মিল্লি!
৪) ছেড়ে দে মা
চীন থেকে বাঙলায়
এলো এক ভাইরাস
বাইরে সে থাকবে না
শরীরেই তার বাস!
এক দেহে থাকবে না
জনে জনে ছড়াবে
না থাকলে সাবধান
সারাদেশ ভরাবে!
এসো তাই ঘরে থাকি
তিনফুট বাইরে
ঢেকে রাখি নাক মুখ
উপায়তো নাইরে!
হাত ধূই বার বার
হাঁচি কাশি সামলে
জ্বর কাশি গলাব্যথা
নিতে হবে আমলে।
শীগগীর ভাইরাস
বলবেই -বাবারে!
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
চাচা প্রাণ বাঁচারে!
৫) কত ধানে
গাড়ি চলে রাস্তায়
কানে আসে পোঁ পোঁ
থেকে যাবি তুই নাকি
ধরেছিস্ বুঝি গোঁ!
দুনিয়ার বোকা তুই
টের পাবি তুই কাল
এদেশের জল কাদা
আর মরিচের ঝাল!
তাও তুই যাবি থেকে
ওরে করোনার পাল
শেষ মেশ বুঝে যাবি
কত ধানে কত চাল!
৬) ছন্দ
ছড়া শুধু ছড়া নয়
ছড়া নিয়ে বেড়েছি
ছড়া নিয়ে খেলাধূলা
কত ধাঁধা শুনেছি!
মায়ের মুখের ছড়া
কানে আজো বেজে যায়
ঝিকি ঝিকি মমেসিং
রেলগাড়ি ছুটে যায়!
লাব্ ডাব্ লাব্ ডাব্
ছড়ারইতো ছন্দ!
থেমে গেলে সব শেষ
সবকিছু বন্ধ!
৭) দম
(অকাল প্রয়াত কবি আহমদ আজিজ স্মরণে)
দেওয়ান পাড়ার মোড়ে
কলমের চা
সবাই চুমুক দিয়ে
বলে শুনি -বাহ্!
সন্ধ্যায় কবিরাও
আসে জানি রোজ
না থাকলে রাজু ভাই
করে তাঁর খোঁজ!
আর জানি রাজু ভাই
আসবে না আর
ছড়াকার কবিদের
মনটাযে ভার!
জীবন প্রদীপ যেন
কারো বেশী কম
এক ফুঁয়ে নিভে যায়
থেমে গেলে দম!
৮) কুমড়ো ফুলের বড়া
টুপ্ টুপ্ টুপ্ বৃষ্টি পড়ে
চা দিয়ে যা কড়া
দুপুর বেলা জানিস্ খাবো
কুমড়ো ফুলের বড়া!
চিংড়ি দিয়ে কচুর লতি
মা রাঁধুনি পাকা
ভাগ পাবে না জেনেও কাকে
করছে শুধু কা কা!
৯) বানান
বানানের কাঁটাছেঁড়া
করেছেন শুরু
ঈদ নাকি ‘ ইদ ‘ হবে
গরু হবে ‘গোরু ‘!
বুঝিনাতো বোকাসোকা
আপনারা কীযে চান
জ্ঞানীগুণী আপনারা
দেশ সেরা বিদ্বান!
তাই বলে যা খুশী তা
যদি স্যার করে যান
রোষানলে একাডেমি
হয়ে যাবে খান্ খান্!
আমি এক হাঁদারাম
বুঝি নাতো দাদা
কাজ দেখে স্যারেদের
হাসে কেন গাধা?