অবুঝ আষাঢ়
শেখ আল মামুন।
প্রসারিত দু’বাহু
মেঘ ছুঁয়েছে নিরন্তর,
আকাশে আলোর রেখা
ক্ষণে ক্ষণে মুছেছে অন্ধকার।
জানালা দিয়ে কদমের ঘ্রাণ,
বিস্তৃত ক্ষেত্রে বিদ্যুতের ঝলক।
বাদলের এই আসা – যাওয়া
এই সব হাজার বছর-
অনন্ত বৈভবে জলদ মেঘের ঘ্রাণ,
দিকচক্রবাল হতে কল্পনা অবধি,
গ্রহ থেকে গ্রহান্তরে ভেসে বেড়াবার
একান্ত উত্তরাধিকার।
শাওন মেঘেদের ঘিরে অবিরাম ধারা-
কবিতার প্রচ্ছদ,গানের পান্ডুলিপি
একাকি সন্ধ্যায় রূপকথার অন্ধকার,
আধো ঘুম জাগরণে বিলাসী ভয়।
গুটিসুটি কাঁথায় ফিরতি শৈশব-
ভিজে চোখের পাতায় যাপিত জীবন।
অনতি আর অবনতি দূর স্বপনের
সাথে মিলাই সব লেন দেন।
শাওন এসেছে বুঝি!
আষাঢ় এসেছে বুঝি!