এক নজরে কবি প্রফেসর মো. আমির হোসেন-এর পরিচিতি:
কবি, গীতিকার, গল্পকার প্রফেসর মো. আমির হোসেন।
পিতা- আব্দুল খালেক। মাতা- সারবান বিবি। জন্ম ১৯৬৩ সালের ১ জুলাই। গ্রাম-কান্দারগাঁও, পোস্ট- শিবনগর, ইউনিয়ন-বড়কান্দা, উপজেলা-মেঘনা(পুরনো দাউদকান্দি), জেলা-কুমিল্লা। এসএসসি-১৯৭৯, মুজাফফর আলী হাইস্কুল, কান্দারগাঁও, মেঘনা, কুমিল্লা। এইচএসসি-১৯৮১, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। বিএ(অনার্স) ১৯৮৪, ঢাকা বিশ্ববিদ্যালয়। এমএ(বাংলা) ১৯৮৫- ঢাকা বিশ্ববিদ্যালয়। ডিপইনএড-১৯৯২- ঢাকা বিশ্ববিদ্যালয়।
চাকরি-
১. শিক্ষক-মুজাফফর আলী হাইস্কুল(অনারারি)
২. প্রভাষক- আব্দুল মতিন কলেজ, মেঘনা, কুমিল্লা।
৩. প্রভাষক- ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
৪. প্রধান শিক্ষক- শিশুশিক্ষালয় হাইস্কুল, রামপুরা, ঢাকা।
৫. সহকারী শিক্ষক- তিতাসগ্যাস আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা।
৬. সিনিয়র শিক্ষক- যমুনা সারকারখানা হাইস্কুল, সরিষাবাড়ি, জামালপুর।
৭. প্রভাষক- সাতকানিয়া সরকারি কলেজ, দক্ষিণ চট্টগ্রাম।
৮. প্রভাষক- গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।
৯. সহকারী অধ্যাপক- সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল।
১০. বিভাগীয় প্রধান- শেখ লুৎফর রহমান সরকারি কলেজ, গোপালগঞ্জ।
১১. বিভাগীয় প্রধান- সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ।
১২. বিভাগীয় প্রধান- সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ।
১৩. অধ্যক্ষ(প্রিন্সিপাল) গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।
১৪. বিভাগীয় প্রধান- জাহেদা সফির সরকারি কলেজ, জামালপুর।
১৫. অধ্যক্ষ(প্রিন্সিপাল) গৌরনদী সরকারি কলেজ, বরিশাল।
১৬. অধ্যক্ষ(প্রিন্সিপাল)- ঘিওর সরকারি কলেজ, মানিকগঞ্জ।
ত্রয়োদশ বিসিএসে বাংলায় প্রথম হয়ে সরকারি কলেজে যোগদান করেন। ২০১৩ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। ২০২২ সালে পিআরএলে যান।
বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। তিনি একাধারে কবি, গল্পকার, ছড়াকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গীতিকার। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭টি। গান ৩০০-এর অধিক। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন স্পষ্টবাদী মানুষ।