এই দুনিয়া
(অ্যাডভোকেট কবি নজরুল ইসলাম)
এই দুনিয়া মেহমানখানা
থাকার জন্য নয়,
মেহমানখানা হোক না যতো
মিষ্টি স্বাদ মধুময়।
ক্ষনকালের এই দুনিয়া
একটু কর ভয়,
এই দুনিয়া ত্যাগের জায়গা
লোভের জন্য নয়।
অর্থ বিত্ত লোভ লালসা
আসবে না কোন কাজে,
সব রেখে চলে যেতে হবে
শুধু সাদা কাপড়ের সাজে।
এই দুনিয়ায় সবে মেহমান রুপে
কোন কিছু মালিক হবে না তাতে,
সব রেখে চলে যেতে হবে
একদম শূন্য খালি দু’টি হাতে।
দুনিয়া থেকে সাথে যাবে
যদি থাকে কিছু পুণ্য,
তবেই তোমার পরকাল
হতে পারে বেশ ধণ্য।
লোভ যদি করতেই হয়
পুণ্যের লোভ কর ভাই,
পুণ্যের লোভ পরকালে তোমায়
শোয়াবে শান্তির বিছানায়।
শান্তির বিছানায় হেলান দিয়ে
নিথর দেহে দিবে ঘুম,
তোমাকে ঘিরে রাখবে যতো
স্রষ্টার নেয়ামতের ধুম।
স্বর্গের এতো নেয়ামত দেখে
আনন্দে আত্মহারা,
এমন করে দুনিয়া থেকে
যেতে পারো যদি মারা।