২৪ বার পড়া হয়েছে
সবুজ বাতাসের উচ্চারণ
নাজমা বেগম নাজু
কন্ঠভরা মিষ্টি সুরের মাতম ছিল ওর
বনে বাদাড়ে খরকুটো কাঠ কুড়াতে কুড়াতে
মাটির চুলোভরা আগুন ঠেলতে ঠেলতে
কি যে মনছোঁয়া সুরে গাইত– ঝরো ঝরো ঝরো ঝরো ঝরিছে,
তোমাকে আমার মনে পড়েছে—-।
আষাঢ়ের মেঘমালা অবাক হয়ে শুনত সে গান,
সাঁওতালি এই মেয়ে যদি শ্রাবণধাারায় ভিজতে পারত
এ গানের শ্রাবণী ছন্দের তালে
সেই সাথে আমাদের
চিরকালীন রাধুনী মায়েরাও যদি,
শ্রাবণ আঁধার মুছে ঝলমলে সূর্য উঠত তখনি
আর আমরাও অমর হতাম জীবনকালেই।
হয়ত আনত মেঘের মত অথবা ভেজা বাতাসের
একনিষ্ঠ পাতাদের ছুঁয়ে যাওয়ার মত –
আমাদের পৃথিবীটাও
সবুজ বাতাসের উচ্চারণ হতো।