আমায় খুঁজো না
তসলিমা হাসান
কিসের মুগ্ধতা? কি সেই মন্ত্র?
ঘুরেফিরে কেন ওখানেই এতো টান?
একি রক্তের বন্ধন, নাকি নিছক মায়ার বাঁধন?
রং তুলির ছবিতে, স্বপ্নীল কল্পনাটা
কখন যে ক্ষুধার্ত মনকে আরও লোভী করে তুলেছে
বেলা শেষে রং বদলানোরও উপায় নেই …
থেমে যাই ওখানে!
কালো রং ভর্ৎসনা করে বলে
বলেছিলাম আমি আমায় বেছেনে!
আমি নিজেকে বদলাই না,
অন্যকে বদলিয়ে দেই!
আমার উপর যতই রং দিস না কেন
আমি বদলাবো না, ছেড়ে যাবো না আমার অস্তিত্বকে
রঙিন কল্পনাটাও এখন তির্যক হাসি দিয়ে বলে
আমিতো তোমারি তৈরি, আমায় কেন দোষ দাও?
রং ও তুলিটা ছিল তোমার হাতে সাজিয়েছো আমায়
তোমার মতো করে।
কল্পনাটা ছিলো অনেক বেশি রঙিন ও আলোকিত
তাই আলোর বিপরীতের অনুভূতিহীন ছায়াটাও বলছে এখন
আলো শেষ হলে আমিও নেই , তাই আমায় খুঁজো নাকো।
_____________
তসলিমা হাসান।
টরেন্টো
৩/৮/২৪

