২৪৯ বার পড়া হয়েছে
ভালোবাসা
সেলিনা পারভীন
মন পিঞ্জিরায় বসত তোমার
কেমোনে ভুলিব বলো,
আয়নায় মুখ দেখি যখন
সামনে ভাসো তুমি তখন।
দুই নয়নে দেখে শুধু,
তোমার ছায়া কল্পনার বাস।
আমি জানি তুমি নও আমার,
আমি কিন্তু ঠিকি তোমার।
ভাবছো কিছুই বুঝি না আমি,
মন কে করছো অবহেলা তুমি।
তবুও আমি তোমার আছি,
পারো যদি,নিও খবর একটুখানি।
অবসরে থাকবে যখন,
ভাববে মন আমার মতোন।
চাওয়া পাওয়ার হিসেব ভুলে,
ভালোবাসবে মন খুলে।