১৯৪ বার পড়া হয়েছে
পরিচয়
নিশাত জেসমিন
জানি বৃক্ষের পরিচয় ফলে
বৃক্ষ চিনি ফল দেখে,
তাহলে ফুলের পরিচয় কিসে?
এ প্রশ্ন গেলাম রেখে।
যে গাছেতে শুধু আম ধরে
আমগাছ তারেই কয়,
লিচুগাছেই কেবল লিচু হয়
জামরুল কিন্তু নয়।
গোলাপ বাগিচায় কখনো কি
বলো ফুটেছে বকুল?
কিংবা ধরো শিউলি গাছেতে
রক্তিম শিমুল।
জেসমিন ফোটে গভীর নিশিথে
সুগন্ধে ধরা মাতোয়ারা,
গন্ধরাজের খোশবুতে আকাশ
বাতাস কি যে দিশেহারা !
বৃক্ষ চিনি সুস্বাদু ফলে আমরা
রঙ ও সুরভিতে ফুল,
তাই ফলই হলো বৃক্ষের পরিচয়
সৌন্দর্যের আধার ফুল।
ফল আর ফুল হলো আল্লাহর
বিশেষ নিয়ামত,
ফুলে- ফলে ভরে উঠুক অবনী
বর্ষিত হোক রহমত।