Share Facebook Twitter LinkedIn Pinterest Email ৩১২ বার পড়া হয়েছেমন শাহানা সিরাজী মন বিবাগী মনের খোঁজে নামলি কেন পথে? মন কী তোমার হুকুম কোনো মানবে অনায়াসে! মনের আছে নিজের গতি নিজের পথে চলে খোরাসনের কোন মহাজন মনের কথা বলে! দিল্লীপতি মন কিনেছে সিংহানসের ছলে যোধা কী আর মন খুলেছে এমন বাসর পেয়ে! নবী রাসুল অবতারের যতো যোগীনী সবাই কী আর হয়েছিলো কারো কাহিনী! মন তো চলে পাঁকে পাঁকে মনের মিল খুঁজে মনে মনে এক না হলে টাকায় কী করে! মনের মানুষ থাকুক দূরে মন যে ব্যথা সয় কাছে থাকলেই হবে আপন কে সে কথা কয়! দিনে দিনে ঠেলে দিয়ে রাজ্যের পাঠ চুকে তারে আবার কে খুঁজে পায় নিদানকালে বুকে!