১৮০ বার পড়া হয়েছে
নেশা। কবিতা।
(কামরুন্নাহার বর্ষা)
প্রেমাত্মক পৃথিবীর প্রেমে পড়াটা কোন অবাস্তব নয়
পৃথিবীর প্রান্তরে দীর্ঘশ্বাস জুড়ে গভীরতা খোঁজায় ব্যস্ত,
নেশার ঘোরে খুঁজে পাই নিরবতা আর নিঃসঙ্গতাকে আদল।
চাকচিক্য আমাদের বসন্ত বেলায় আর কৃষ্ণচূড়াকে ফুটতে দেখিনা,
রজনীগন্ধারা ঘুমিয়ে পড়েছে দীর্ঘ রজনী ধরে,
তাই আবেগ আজ তার শহরটাকে সাজসজ্জা দিয়ে মুড়িয়ে নেয়,
অস্তিত্ব পুড়িয়ে হত্যা করে আবেগ শহর।
এখান বাস্তব খোঁজার নেশায় অস্তিত্বের প্রমাণ
বহাল দৃশ্য তার অদৃশ্যের ছোঁয়া লিখে যায় কবিতায়।
সংসার খুঁজতে গেলে আবেগ হারিয়ে যায়
শিশির ভেজা ঘাসে লুটিয়ে পড়ে আবেগ শীতার্ত শহর মুখে,
ব্যস্ত খুব কর্মব্যস্ত এই শহর ব্যস্ততাকে লুকিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে,
কেউ অপেক্ষাকে লুকিয়ে রাখে চোখের কোণে ।
তাই আজ শূন্য আকাশে রংধনু আঁকার নাম ব্যর্থ
সংসার মানে আবেগ শূন্য ।
কামরুন্নাহার বর্ষা
নাঙ্গলকোট, কুমিল্লা