মা–বাবা হচ্ছেন তিশা–ফারুকী
হঠাৎ করেই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, হাস্যজ্জল তিসার সাথে গুণী নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীর উচ্ছল ছবির সাথে আরো একটি খবর চাও
র হয়েছে মুহুর্তেই ‘মা হতে চলেছেন অভিনেত্রী তিসা’। এ বিষয়ে ফারুকী তার ফেসবুক পেইছে একটি লেখাও দিয়েছেন। লেখাটি হবহু তুলে ধরা হলো।
“যখন তোমার জন্ম হয়
তখন একই সাথে আসলে
জন্ম হয় আমাদেরও
আমি যখন কবিতা লিখি
তখন কবিতাও কি
কিছুটা লিখে না আমায়? “
সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই হবে নিশ্চয়ই। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- “তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?” “সে কেনো সবকিছুতে অনুপস্থিত?”
অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।