২৭৪ বার পড়া হয়েছে
একটি কথা বলবো বলে…
শাহেদ ইকবাল
একটি কথা নোলক জানে একটি কথা নূপুর
একটি কথা রাত্রি জানে একটি কথা দুপুর
একটি কথা শ্রাবণ জানে একটি কথা ফাগুন
একটি কথা শিশির জানে একটি কথা আগুন।
একটি কথা পাহাড় জানে একটি কথা সাগর
একটি কথা শালিক জানে চোখদুটো যার ডাগর
একটি কথা কুসুম জানে একটি কথা ভ্রমর
একটি কথা রূপকাহিনীর গল্পগাথায় অমর।
সেই কথাটি বলবো বলে চাঁদ-জোনাকির বাসর
সেই কথাটি বলবো বলে ফুল-পাপিয়ার আসর
সেই কথাটি বলবো বলে একলা নিশি যাপন
সেই কথাটি বলবো যাকে সে হবে মোর আপন।
লেখক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্নসচিব
১ Comment
Congratulations.