২৩১ বার পড়া হয়েছে
বঁধু বেদনা
লিপি আক্তার
কেন বেদনা ওঠে উথলি
কেন মন নদী টলমল,
কেন এত মায়া
কেনইবা আঁখি জল!
কেন এ আকুতি
বঁধু মোর দূরে গেলে,
কেন শূন্য লাগে
চারিদিকে চাহিলে!
কেন পোড়ামন বারবার
বঁধু পানে যায় ছুটে,
কেন হৃদয়
অকারণ ব্যথায় লুটে!
কেন বঁধু দুখ-যাতনা
সদা বুকে বাজে,
কেন তব হিয়াতলে
ক্ষণে শিহরণ জাগে!
কেন বঁধু তরে পুড়িতে
সাধ হয়,
কেন অবুঝ হৃদয়
দিবা-রাতি হয় ক্ষয়!