৩৯৭ বার পড়া হয়েছে
মাঝে মাঝে
– ফারহানা আহাসান
মাঝে মাঝে কিছু বর্ষণ
কিছু ধূসর রঙের মন
ছেয়ে যায় মেঘের আড়ালে
রয়ে যায় বিবর্ণ হীন বর্ণ।
কোথাও মুষল বর্ষণে কেপে উঠে মনের পাটাতন,
কোথাওবা নিঃশ্চুপ মনের আহ্বান।
আমার সুখের জানালায়
এ কোন বিষাদের ছায়া
হারিয়ে গেলো দূর আকাশে রৌদ্র মাখা হাসি।
আধার যতো হোক কালো
আলো আসবে হাতের মুঠোয় যদি ইচ্ছে হয় অটল।
২ Comments
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
Excellent, I prey you move forward successfully.