২৭৪ বার পড়া হয়েছে
মিলনের সাতকাহন
(কুসুম তাহেরা)
কিংকর্তব্যবিমূঢ় তোমার খেয়ালিপনা
শহর জুড়ে লাশের মিছিল
প্রেমে বাড়ছে দেনা!
পৃথিবীর বেদনা
প্রেমের খরা ফুরিয়েছে মোমবাতি
সন্ধ্যা আসিতে নির্জন নদী
রোমাঞ্চিত জলধী!
প্রেম কি জাগাবে সূর্যকে আজে ভোরে?
পাথরের চেয়ে প্রাচিন ইচ্ছা ডুকরে কেঁদে ফেরে।
জল জোছনার উশৃঙ্খল টেউ
রাতের ময়ূরবাহন
কৃষ্ণের সুরে বেজে ওঠে দেখো
মিলনের সাতকাহন!
১ Comment
Congratulations