২৫তম বিদ্রোহী বউ
[সুরমা খন্দকার]
শুনেছি তুমি স্থির হতে পারোনি,
অপলক তীর্যক দৃষ্টিতে তোমার চাহনির ধার।
সফেদ গন্ধরাজ আলো বাতাসে ফুটিয়ে তুমি ২৭বার।
বারবার সুখের মতো আপেক্ষিক বিষয় নিয়ে খেলেছো তোমার অন্তর্গতে।
নৈঃশব্দে ।
মধু মিশ্রিত মঞ্জুল কতক ফুলকে স্পর্শ করলে।
চোখের পাপড়িতে কাজল মেখে, আবেগের শিহরণ, আলিঙ্গণ, নিবিড় প্রেম।
পুরোনো কথায় কন্ঠস্বর চমকে ওঠে।
অজস্র চিৎকার, অভিমান,ক্রোধ
ধুসর সন্ধ্যা নেমে আসে নিজেদের শিকারি ডাহুক ভেবে।
পাথরের টুকরোর মতো না ডুবে,
তুমি ‘ ২৫তম বিদ্রোহী বউ ‘।
পড়ন্ত দিগন্তে, চেঁচিয়ে ওঠা আতঙ্কে,
নড়েচড়ে উঠল পৃথিবী তোমার ডাকে!
(২৫ তম স্ত্রীর মামলায় ২৭তম স্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার স্বামী।)
১ Comment
congratulations