১৭৫ বার পড়া হয়েছে
হৃদয় দিয়ে বাঁধি
ফারহানা আহাসান
আমার আঁকড়ে থাকার আঁধারগুলো
থাক না জমা চাঁদের আলোয়।
হাত বাড়ালেই ছুঁই না তোকে
হৃদয় দিয়ে বাঁধি।
আলোর পরে অন্ধকার নামে
আপন ঘরে সবাই ফেরে
তুই কী ফিরবি আমার মাঝে?
স্বপ্ন বুনি সাঁজে।
আহত চাতক আকুল আবেদনে
স্বপ্ন ভাঙ্গে বেড়াজালে,
হাত বাড়ালেই ছুঁই না তোকে
হৃদয় দিয়ে বাঁধি।