২৪২ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের মিলিটারি ভূত’
আমার প্রথম কিশোর উপন্যাস ছিল ‘ দুষ্টু ছেলের গল্প’। প্রকাশ হয়েছে বিশ্বসাহিত্য ভবন, বাংলাবাজার থেকে। ওটা লেখা হয়েছে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের গ্রাম অঞ্চলের অবস্থা ও রাজনৈতিক পটভূমি নিয়ে। পাশাপাশি ওটা ছিল শিশু-কিশোরদের মনে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রবাহিত করার একটা প্রয়াস।
অন্যদিকে আমার মুক্তিযুদ্ধের আরেকটি উপন্যাস ‘একাত্তরের মিলিটারি ভূত’ শিশু-কিশোরদের জন্য একটি পরিপূর্ণ মুক্তিযুদ্ধের উপন্যাস। যা প্রকাশের পরপরই আলোচিত ও প্রশংসিত হয়েছে।
‘একাত্তরের মিলিটারি ভূত’ ২০১৩ সালে এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়।
‘একাত্তরের মিলিটারি ভূত’ নিয়ে বিশিষ্ট জনদের মন্তব্য :
“একাত্তরের মুক্তিযুদ্ধে নিপীড়িত, বঞ্চিত, অসহায়, নির্যাতিত শিশুকিশোরদের চিত্র প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে এই গ্রন্থে।”
… মহাশ্বেতা দেবী

“ মুক্তিযুদ্ধের বাস্তবচিত্র ফুটে উঠেছে একাত্তরের মিলিটারি ভূত উপন্যাসে।
… যতীন সরকার
“এ উপন্যাসের কাহিনির ভেতর দিয়ে নতুন প্রজন্মের শিশু-কিশোররা ঊনিশ শো একাত্তরের মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে পারবে। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের ঘৃণ্য সহযোগী আলবদর রাজাকাররা মুক্তিকামী বাঙালির ওপর যে হিংস্র তাণ্ডবলীলা, নির্মম হত্যাকাণ্ড, ব্যাপক লুটতরাজ ও পাশবিক নির্যাতন চালিয়েছিল তা তারা জানতে পারবে এই উপন্যাসটি পড়ে।”
… ড. মাহবুবুল হক
” মুক্তিযুদ্ধ নিয়ে ঢালীর একটি অনবদ্য লেখা।”
… পুরবী বসু
” হুমায়ূন কবীর ঢালীর মুক্তিযুদ্ধের উপন্যাস একাত্তরের মিলিটারি ভূত অনবদ্য এক কিশোর উপন্যাস। খণ্ড খণ্ড ছবিতে একদিকে ফুটে উঠেছে বাঙালি নির্যাতনের এক নির্মম চিত্র।”
… এ কে এম নাসিমুল কামাল
এই উপন্যাসে একাত্তরের আখ্যান নিয়ে হুমায়ূন কবীর ঢালী এঁকেছেন বিজয়ের ভিন্নমাত্রার রক্তলাল মানচিত্র।
… মনি হায়দার