১৯৩ বার পড়া হয়েছে
হিরণ্ময় একুশ
পারভীন শাহনাজ
(মহান ভাষা শহীদদের স্মরণে)
একুশ আমার মায়ের কণ্ঠ
একুশ প্রাণের সুর
একুশ আমার বর্ণমালার
স্বপ্ন সুমুদ্দুর
একুশ মানেই ভেজা রাজপথ
ভাইয়ের রক্ত, কান্নার দাগ
একুশ মানেই চেতনার রং
বিভাময় অনুরাগ
একুশ লিখেছে রক্ত আখরে
বিম্বিত ইতিহাস
অবাক বিশ্ব দেখেছে বাংলার
হিরণ্ময় উদ্ভাস
শকুনের দল ফিরে গেছে ভয়ে
ভাষার হয়েছে জয়
বুকের পাঁজরে সমাধি গড়েছি
অক্ষরে -অক্ষয়।