২০৭ বার পড়া হয়েছে
স্বপ্নের নাম পদ্মাসেতু।
।। সুরমা খন্দকার।।
গর্ব আমার, গর্ব তোমার,
দেশের টাকায় পদ্মাসেতু।
প্রমত্তার বুকে গর্ব করে ঠাঁয় দাঁড়িয়ে পদ্মাসেতু।
জানান দিয়ে ক্ষিপ্র সমনে আমরা কভু নয় তো ভীতু।
অহংকারের নাম পদ্মাসেতু!
অধ্যায়ের নাম পদ্মাসেতু।
ক্ষিপ্রতার নাম পদ্মাসেতু।
স্বপ্নের নাম পদ্মাসেতু।
যাত্রা স্হলে কষ্ট নিয়ে যে হয় না অস্ত।
সরব হয়ে জেগে ওঠে বিশ্ব দেখে বৃত্তান্ত।
ধন্য নেত্রী! ধন্য দেশ!
ধন্য ধন্য বাংলাদেশ!
উন্নয়নের মাইলফলক বাঙালির, নয় শুধু কংক্রিট অবকাঠামোর।
পিছপা নয়, অবিচল থাকা শক্তি আর বিনয়ী অহংকার।।।
১ Comment
Congratulations