নরসিংদী জেলার সেরা রন্ধন শিল্পীদের অভিনন্দন।
‘‘সেরা রেসিপি নরসিংদীর তাজ ২০২২’’ নামে সেরা রাঁধুনি প্রতিযোগিতার আয়োজন করে মাধবদীতে।
সে নিজে ও কিছুদিন আগে বাংলাদেশের সেরা রন্ধন শিল্পী হয়েছে।
শুক্রবার শাম্মীস্ কিচেনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মাধবদীর পৌর শহরের ক্যাপ্টেন লাউঞ্জে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত ৯জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী হয়েছেন তিনজন। এদের মধ্যে প্রথম হয়েছেন ফামিয়া জাহান, দ্বিতীয় হয়েছেন অনিতা শেখ ও তৃতীয় হয়েছেন রিনা রহমান।
তবে সেরা ৫ জনকে পুরষ্কৃত করা হয়।
সম্প্রতি এশিয়ান টেলিভিশনে সারা দেশ ব্যাপী অনুষ্ঠিত রান্না বিষয়ক রিয়েলিটি শো “শেফ প্রিমিয়িার লীগ-২০২১” এর বিজয়ী আমার ছোট বোন মাধবদীর শাম্মীস্ কিচেনের সিইও ফারজানা তাবাসসুম শাম্মী,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রিয় ইউটিউবার ও মাইটিভির পরিচালক তৌহিদ আফ্রিদি।
মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল কর্পোরেট এক্সিকিউটিভ শেফ মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ, সুনিপুন কুকিং একাডেমির সিইও তানিয়া শারমীন, আন্তর্জাতিক রন্ধন সম্পর্কীয় ইনস্টিটিউট এর এক্সিকিউটিভ শেফ রাজু ইভান গোমেজ, রন্ধনশিল্পী রুমানা রহমান, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পুষ্টিবিদ তাসনিম আশিক, পানকৌড়ি কিচেনের স্বত্তাধিকারী ও ফুড ইনস্ট্রাক্টর পারভীন আক্তার পান্না, আইসিআই ইন্টারন্যাশনাল রন্ধন সম্পর্কীয় ইনস্টিটিউটের রন্ধন বিশেষজ্ঞ হাসিনা আনসার ও ই.ও.এন গ্রুপের এক্সিকিউটিভ শেফ মো. আনোয়ার।
অনুষ্ঠানে ৯জন প্রতিযোগি তাদের রান্না করা খাবার অতিথি শেফদের সামনে পরিবেশন করেন। বিচারকরা প্রতিযোগিদের খাবারের স্বাদ ও পরিবেশনের উপর বিচার করে তিন জনকে বিজয়ী ঘোষনা করেন। বিজয়ীদেরকে গোল্ড ক্রাউন ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
(অনুষ্ঠানে প্রায় ২০ রকমের পিঠা সহ বাফেটে(বুফ)খাওয়ার আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শুরু হয় সকাল প্রায় ৯ টা থেকে এবং শেষ হয় প্রায় ৫ টার দিকে।
(আমার এ বোনের চেহারা সকলে আমার মতো বলে আর সাজলে তো পুরা আমার চেহারা ধারণ কে,৩ নাম্বার ছবিতে আমার ছোট দুই বোন,আমরা ৫ বোন এবং বোনদের সবার চেহারাই আমার সাথে মিল।
এই ছবিগুলি দেখেও সবাই আমাকে ভাববে)।
আমি অনুষ্ঠানে যেতে পারিনি ব্যক্তিগত কারণে।
২০৩ বার পড়া হয়েছে