সেনবাগ পাঠাগারে সাহিত্য আড্ডায় কবি ও কলামিষ্ট আবুল খায়ের:
গতকাল ১৩ নভেম্বর ২০২১ সকাল ১০ টায় হয়ে গেলো সাহিত্য আড্ডা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ-এর কৃতি সন্তান বিশিষ্ট কবি ও কলামিষ্ট আবুল খায়ের স্যার। আরো উপস্থিত ছিলেন ইয়াং হেল্প হিউম্যান বিডির এডমিন জনাব রবি।
সেনবাগ পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কবি মাইন উদ্দিন, সেনবাগ পাঠাগারের বর্তমান সভাপতি গোলাম সরওয়ারসহ পাঠারের দ্বায়িত্বশীল অনেক সদস্য ও মেহমান বৃন্দ।
কবি ও কলামিস্ট আবুল খায়ের স্যার তাঁর আলোচনায় পাঠকদের আরো বেশি বেশি বই পড়ার প্রতি মনোযোগ দিতে উৎসাহ প্রদান করেন। এছাড়াও তিনি সাহিত্যের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপা
ত করেন।
গল্প, কবিতা আবৃত্তি করেন উপস্থিত সকলেই। অনেকেই ভালো উচ্চারণ করতে পারে, কিন্তু নিয়ম-কানুন না জানার কারণে কণ্ঠকে ভালোভাবে কাজে লাগাতে পারে না। নিজের যোগ্যতাকে প্রকাশ করতে প্রয়োজনে কারো না কারো সহযোগিতা নিতে হবে। লেখা লেখি না করেও বাচিক শিল্পী হিসেবে এখন অনেকেই প্রতিষ্ঠিত।
উপস্থিত সবাইকে কবিতা/ছড়া উচ্চারণ-এর সুযোগ দেয়া হয়। ভবিষ্যতে আবৃত্তি/বাচিক শিল্পী হিসেবে নিজেকে কিভাবে প্রস্তুত করা যায় সেটাও সবাইকে বুঝিয়ে দেন। প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণে আহ্বান জানান। এছাড়াও মোটিভেশনাল আলোচনায় পড়ালেখার পাশাপাশি পাঠাগারের সাথে সম্পৃক্ততা আরো বাড়ানো এবং ছাত্রজীবনেই খণ্ডকালীন কাজ করে উপার্জন-এর প্রয়োজনীয়তা আলোকপাত করেন। বিশ্বের সাথে তাল রেখে বাস্তবতার নিরিখে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে শিক্ষার্থীদের এখনই ক্যরিয়ার প্ল্যান করতে অনুরোধ জানান।
এছাড়াও কবি ও কলামিস্ট আবুল খায়ের স্যার পাঠাগারের সৃজনশীল কর্মকাণ্ডের প্রসংশা করেন এবং পাঠাগারের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আগামীতে আরো বড় ধরণের কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সার্বিক সহযোগিতায়:
জুলফিকার হায়দার (জয়), সাবেক সভাপতি, সেনবাগ পাঠাগার এবং প্রবাসী কবি মাইন উদ্দিন (সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।)
৪ Comments
ধন্যবাদ সবাইকে, সকলের প্রতি ভালোবাসা রইলো। পৃথিবী বইয়ের হোক।
সকল কে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আবুল খায়ের স্যার কে এবং যারা উপস্থিত থেকে প্রোগ্রাম টি সফল করেছেন সবাইকে অসংখ্যধন্যবা।
উপস্থিত অংশগ্রহণকারী সকলকে আমার শুভেচ্ছা/ বই হোক সকলের বন্ধু/