২৫১ বার পড়া হয়েছে
অবিশ্বাসের কীট।
সুরাইয়া সুলতানা।
০২-০৯-২১
আমার ভালোবাসার উদ্যানে কখন বাসা বেঁধেছে কীট,বুঝতেই পারিনি,
সবুজ যখন ফিকে রঙা হতে শুরু করলো, কলি গুলো একে একে নিশ্চুপ ঝরে পড়তে লাগলো, বুঝলাম কীটের বিস্তার।
কোন কমতি ছিলো না আমার,
সব চেষ্টাই করে গেছি সহাস্যে। তোমরা হৃদয় উদ্যানে ভালোবাসার ফুল ফোটানোর।
যে চোখের গভীরতায় দেখতাম শুধু ভালোবাসার ছায়া, আজ সে চোখে দারুণ খরা,
তোমর নির্মেঘ চোখে দেখছিলাম
আমার সর্বনাশ।
নদীর গভীরতার মতো বয়ে গেছে তোমার হৃদয়ে বিপুল ক্ষরণ,
আমার সারাজীবনের সঞ্চয়, সাধনা, অফুরান প্রেমে যে ভালোবাসার চারাগাছগুলি বেড়ে উঠেছিলো,
তুমি সেই উদ্যানে নির্বিঘ্নে পুঁতেছিলে কিছু ভুল বৃক্ষ, আমার অজান্তেই অবাধে বেড়ে উঠেছে, ছড়িয়েছে ডালপালা,
আজ সেই বৃক্ষের দেখলাম পূর্ণ রূপান্তর, ফুল ফুটেছে।
তোমার উগ্র মূর্তি বুঝিয়ে দিয়েছে তার রূপান্তর,
ভুলবোঝার দূরন্ত ঝরে তখন তুমি প্রায় দিশেহারা, তারপর
দীর্ঘ দিনের চৌকাঠ পেরিয়ে যাওয়া।
পারবে তো বুকের গভীরে ভুল নির্জাসে লালন করেছো যে ভুলের চারা তা উপরে ফলতে!
তোমার হৃদয় উদ্যানের ভুলের ফুলমালা, এখন নাকি ঝরে পড়তে শুরু করেছে!
আমার যে সব বিরান,,কতোকাল অনাবৃষ্টি, খরায় সব ভালোবাসার চারাগুলো একে একে মৃতপ্রায়,
তোমার ভালোবাসার তীব্র জলোচ্ছ্বাসে আবার বেঁচে উঠবে কিনা, তাও জানি না,
তবে হৃদয়ের দুয়ার খোলা রেখেছি,
আসতে পারো ফিরে তোমার
চেনা উদ্যানে,
প্রিয় ভালোবাসাকে ক্ষমা করা যায় বারবার,
শুধু বিশ্বাসের প্রদীপটি জ্বালিয়ে রেখো।