২৭৯ বার পড়া হয়েছে
সুখের অসুখ
[ফারজানা সিলভিয়া]
দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না!
যেন হাওয়াই মিঠাই!!
তুমি যত অপূর্ণতায়-ই ভোগো,
ভেবে দেখবে,
‘তোমার আল্লাহ তোমাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন
যা অনেকের কাছে এখনো স্বপ্ন।’
যে চোখ দিয়ে পড়ছেন, অনেকের সেই চোখে আলো নেই।
তিনবেলা পেটপুরে খেয়ে,
ভালো জামাকাপড় পরে,
স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে,
সুস্থ থেকেও যদি তুমি বলো ডিপ্রেশনে আছো,
বেঁচে থাকতে ভালো লাগছে না বলো,
তাহলে তুমি যেন তোমার মালিকের
নেয়ামতগুলোর না শুকরিয়া করছো?
১ Comment
congratulations