২১২ বার পড়া হয়েছে
সাহিত্যের মালা
[সৈয়দ মশিউর রহমান]
দুই হাজার বাইশে আবুল খায়ের সাহেবের অবদান
বাংলা সাহিত্যের মালা গেঁথে দিয়েছেন সম্মান
উৎসাহ পেয়ে জন্ম নিবে শত শত নূতন কুড়ি
উঠবে জেগে জগৎ জুড়ে জোয়ান বুড়া বুড়ি।
জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দূর হবে দুর্নীতি
সমাজ যখন সচেতন হবে ঘটবে দেশের উন্নতি
নিজ নিজ ধর্ম করবে পালন, থাকবে না হিংসা বিদ্বেষ
ধরা হবে হাঙ্গামা মুক্ত, গড়বে শান্তির পরিবেশ।
সৈয়দ মশিউর রহমান (প্রবাসী কবি)
২ Comments
congratulations
অসাধারন কবিতা