১৯৯ বার পড়া হয়েছে
পাঠকনন্দিত উপন্যাস ‘ঘর মন জানালা’র রচয়িতা দিলারা হাশেম আর নেই।
যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাহিত্যিক শনিবার মারা যান বলে ভয়েস অব আমেরিকা জানিয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
দিলারা হাশেম দীর্ঘদিন ভয়েস অব আমেরিকায় কাজ করেছেন। বেতার সম্প্রচারক হিসেবে তিনি ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগ দিয়েছিলেন।
তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বিবিসিতেও বাংলা সংবাদ পড়তেন।
তার আগে করাচিতে থেকে রেডিও পাকিস্তানে নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন দিলারা হাশেম। ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেন তিনি।