২০৪ বার পড়া হয়েছে
সান্ত্রি পাতানো জেলখানা।
।।সুরমা খন্দকার।।
তোমার ভালোবাসাকে অভিবাদন জানানোর পর–
আমি দিন-রাতকে এক করে দিয়েছি তোমার পায়ের কাছে।
আসলে এছাড়া আমার আর কিছু নেই তোমাকে দেবার।
তোমাকে বলার জন্য,
তোমাকে শোনার এই যে উদগ্রীব হয়ে থাকা,
এই চঞ্চলতা সব তোমার নামে উপসর্গ করা।
যেমন করে পরম পূজারি ভিক্ষু
দিন রাত বেসামাল প্রেম নিবেদনে ব্যস্ত মন্দিরে।
এছাড়া আমি আর কিইবা পারি
নিতান্ত অকর্মন্য বলে।
জীবনের কত চনমনে দিনরাত হনন কারী
তুমি আমি মুখোমুখি দাঁড়াই না,
পৃথিবীর অন্তিম সৌন্দর্য দেখিনা।
কারণ এখানে বন্দী হয়েছি সান্ত্রী পাতানো জেলখানায়।
এখান থেকে দু’দণ্ড পা যায় না অন্য কোথাও
অন্য সীমানায়।।
১ Comment
ভালো লাগলো কবিতাটি।
গভীর উপলব্দির ভাবনা দিয়ে সাজানো কবিতাটি।
ইচ্ছেরাও স্বাধীন নয় যেন
সেগুলোর পাশেও মনে হয় সান্ত্রি দাঁড়ানো।