১৯৫ বার পড়া হয়েছে
সাক্ষী
[ঊর্মি ফারজানা]
নীলাম্বরী, আমি অনেকবার জিজ্ঞেস করেছি
তুমি কেমন আছো?
… কোন উত্তর নেই।
নীলাম্বরী বেশ অহংকারী ছিল
ফিরে দেখেনি তখনও আমাকে
অপলক তাকিয়ে দেখি বারবার
তোমায়,
ভালোবাসি বলেই বুঝি
এমন অনুভুতি আমার।
কি অপূর্ব তুমি! আহা!
তোমায় নিয়ে অসম্ভব
অনুভুতির আনাগোনা।
নীলাম্বরীর বিশাল বুকে
তোমার অবাধ বিচরণ।
আমিও হারিয়েছি আমাকে,
তোমাদের আলো আঁধারির মায়ায়।
নিশাচর হয়ে জেগে থাকা প্রহর,
আজ স্মৃতির মনি কোঠায় বসে আছে।
সেদিন কেউ ছিলো না আমাদের সাথে,
শুধু তুমি ছিলে ইন্দু।
রাতের আকাশের ইন্দু তুমি
আমাদের ভালোবাসার সাক্ষী।
কেমন আছো নীলাম্বরী?
১ Comment
congratulations