২৪৫ বার পড়া হয়েছে
সময়ের কাটা
মোসাঃ উম্মে জহুরা
সময়ের কাটা টা বড্ড বেদনার
কখনো কাদায়,কখনো হাসায়
কখনো পরম আনন্দে কাটায়।
কখনো ভাবায়, কখনো অন্তর ফাটায়।
কাটার খোচায় খচ খচ করে
শব্দ ফাটায় অবিরাম।।
নিয়ম নীতি করে চলমান জীবন যাপন
হয়না কখনো চলা
তবুওতো জীবন থেমে থাকে না কারোর জন্য
কাটার মতো চলতে থাকে…..
থেমে থেমে চলা এ বড়ো বেদনাদায়ক
কষ্ট দায়ক, সব কথা হয় না বলা
তবুও জীবন কাটার মতো চলা।।
জীবন খাতার শূন্য হিসাব টুকু
আর নাইবা হলো করা।
থাকনা এভাবেই চলুক না।
হঠাৎ থমকে যাবে জীবনের কাটা
তাতে কার বা কি আসে যাবে।।