সত্যিকার প্রেমের গল্প
আবুল খায়ের
১৫-১২-২০২২
আমার আকাশে তুমিই একমাত্র শুকতারা
ভাবনার করিডোরে তাই ইচ্ছেরা বাঁধনহারা
পৃথিবীর যতসব সুখ সকল আশার বাণী
তুমি বিহনে অন্ধকারে হারায় তা জানি।
অসময়ে বসন্তকে দিলাম মন থেকে যেদিন ছুটি
তুমিও কেন গোধূলিতে হারালে খেয়ে লুটোপুটি
হাজার তারের সুরের বীণা কেটে দিলে যখন
আমিও তাই শক্ত করলাম আমার অবুঝমন।
কত দিন কাটিয়েছি তোমার পথ চেয়ে চেয়ে
সোনালি দিনের স্মৃতিগুলোকে সাথে পেয়ে
হারিয়েছে দিন সময় অমলিন সুখ জলাঞ্জলি
কত নির্ঘুম রাত হায়, কেটে গেছে প্রভাত
শুকিয়ে গেছে ফুলেরমালা দেয়া হয়নি অঞ্জলি।
এমনি করেই কেটে গেল এতগুলো বছর
জীবন-যৌবন সব হারিয়ে প্রবীণেরই দোসর
সময় কেন যায় যে চলে এত দ্রুত হায়…
প্রেমের কাঙাল আর কতো এই অবেলায়।
মান অভিমান সব ছেড়ে এসো ঘর বাঁধি
ব্যর্থ যত প্রেমিকদের জন্য একটুখানি কাঁদি
সময় মতো প্রেমকে যদি সম্মান দিতে আরো
কষ্টগুলো ভুলে গিয়ে মধুময় জীবন গড়তে পারো।
তুমি আর আমি দুইজন এখন বিশ্বের সেরা যুগলবন্দি
যুগের পর যুগ কাটিয়ে দিলাম, ছিল না কোন ফন্দি।
অমর হয়ে থাকবে মোদের ভালোবাসার এই গল্প
সত্যিকার প্রেম দীর্ঘজীবী হোক জীবন যদিও অল্প।