Share Facebook Twitter LinkedIn Pinterest Email ১৬৬ বার পড়া হয়েছেসকালের রঙ ফাতেমা ইসরাত রেখা গোপনে বিরহ ছুঁয়ে যায় অধর রাতের শহরে নামে ঘুম, ফোটা ফুল ঝরে যায় অভিমানে জোছনা বিলায় শত চুম। রঙহীন ভাবনা পাখা মেলে দেয় চুপে স্বপনের ডানা ভেঙে সুখের উড়ানে যেন কর্পূর উড়ে ধুলো ধুলো সকালের রঙে।
আসছে শিগগির: সমাজকর্মী, উদ্যোক্তা ও লেখক ফারজানা ইসলাম-এর গবেষণামূলক গ্রন্থ: পনেরো বছরের দমনপীড়ন ও জনগণের কান্না।
২ Comments
congratulations. very good job.
অপুর্ব।