১৮৮ বার পড়া হয়েছে
সকল মানুষ ভাই ভাই
জগলুল হায়দার
আদম থেকে আদমি এলো
এক সে উৎস লেখা তাই
হোক না যতো বর্ণ জাতি
সকল মানুষ ভাই ভাই।
দয়াল নবীর ইখুয়ানে
মানবতায় ভেদ নাই
কিতাব খুলে তাই তো জানি
সকল মানুষ ভাই ভাই।
শুদ্র দলিত বর্ণপ্রথার
আগের মতো বেল নাই
রক্ত যখন লালই তখন
সকল মানুষ ভাই ভাই।
ধর্ম জাতি দেশ পরিচয়
নয় তো টাটা বাই বাই
এই পরিচয় পন্থা নিয়াও
সকল মানুষ ভাই ভাই।
১ Comment
ছড়া ছড়িয়ে দিল ছন্দে ছন্দে সবাই আমরা ভাই ভাই।ভাল লাগল ছড়াটি।