১৮৯ বার পড়া হয়েছে
শয়তান গিয়েছে এবার স্বেচ্ছাবসরে
[এবিএম সোহেল রশিদ]
শয়তান গিয়েছে এবার স্বেচ্ছাবসরে
শুয়ে-বসে, মানুষের শয়তানি দেখে
হিজাব আর জিন্স, মানুষের চোখ চড়কগাছ
বোরখায় শরীর কতটুকু গেছে বেঁকে?
শয়তান এখন এসব দিব্য চোখে দেখে।
কার কপালে কতটা টিপ, কার ভারী হিপ
কার গায়ে কী পোশাক, কেন হলাম সবাক
লিখি এক কলম, মাখি চেতনার মলম
সাম্প্রদায়িকতা উস্কে, হই হতবাক।
শয়তান ভাবে, আমার আর নেই কোনো দরকার
শিষ্যরা উল্টেপাল্টে দিচ্ছে সভ্যতা
মানুষে ঘাপটি মেরে আছে কুলাঙ্গার
তারাই তৈরি করছে নিত্য জটিলতা।
১ Comment
congratulations