২০৮ বার পড়া হয়েছে
শ্লোগান
[জগলুল হায়দার]
শ্লোগান নামের এই গানটা
দ্রুতই কিন্তু গাওয়া হয়
এর স্বর আর সুরের মাঝে
ন্যায্য দাবি দাওয়া হয়।
সমাজ এবং দেশের থেকে
রাইট যখন হাওয়া হয়
এই গানেতেই মিছিল করে
দ্রোহের পথে যাওয়া হয়।
স্বৈর ফ্যাসি পথে যখন
শাসন তরী বাওয়া হয়
দেশে দেশে তার বিনাশে
শ্লোগান দিয়েই ধাওয়া হয়।
সবকে যখন ভুখা রেখে
একলা শুধু খাওয়া হয়
শ্লোগান তখন স্বপ্ন আশায়
মুক্তি মানস চাওয়া হয়।
শ্লোগান মুখে মুখর পথে
রক্তে যখন নাওয়া হয়
ইতিহাসে ঠিক তখনি
কাংখিত জয় পাওয়া হয়