২১০ বার পড়া হয়েছে
শ্রেষ্ঠ জান্নাত
(মাহমুদা বেগম সিমু)
(মাহমুদা বেগম সিমু)
দূরের আম গাছটিতে একটি পাখি চুপচাপ বসে
চৈত্রের দুপুরে কি এতো ব্যথা ওর মনে?
মনের ভীতরের অন্তর পাখিটাও কি যেন খোঁজে
মনে পড়ে ফেলে আসা স্মৃতির পাতা
মনে পড়ে প্রিয় বাবার কথা।
এক বিবর্ণ ভোরে সংবাদ এসেছিল
বাবার চলে যাওয়ার!
নিঃস্ব হয়েছি সেদিনই আমি।
হেরে যাওয়া সৈনিকের মতো বেঁচে আছি।
বাবা ছিলেন বটগাছের মতোই ,
আজ বুঝতে পারছি,ডাল পালা আছে ঠিকই,
কিন্তু শুধু বুকে জীবন্ত ক্ষত নিয়ে ঘুরছি।
জীবনের চলমান মাটি থেকে উপড়ে গেছে শিকড় ,
তবুও মাটিতে মিশে আছে জীবন্ত স্মৃতির আঁচড়।
আপন জগতে আপন কি কেউ আছে?
হয়তো আছে,বাবার ভালোবাসাই নেই যে।
আবার যদি ফিরে যাই মায়াবী সেই শৈশবে,
যদি মাঝখানের কিছু জীবন না থাকে
তাহলে কি সেই বসন্তে পলাশ রঙের আবির মেখে ;
বাবা তুমি, আবার আসবে ফিরে ?
যদি চৈত্রের আকাশ ছুঁয়ে চাঁদ আসে দ্বারে,
তুমি কি ডাকবে সেই আদুরে নাম ধরে?
বাবার বিদায়ের বিবর্ণ ভোর আজও চোখের তারায়,
ভাষাহীন অন্তর, সবকিছু স্থানু অবস্থায়।
চোখ দুটি সর্বক্ষণ বিস্ময় জিজ্ঞাসায়।
বাবা,কেন ছেড়ে গেলে আমায়?
আপন হাওয়াতে, হাওয়ার অনুভব খুঁজি
মনের কষ্টকে মনেই পুষে রাখি।
আজ জনশূন্য ট্রেনের কামরায় একাকি যাত্রী আমি,
শুধু বাবার স্মৃতিরাই আমার সঙ্গী।
বাবা,দুইহাত তুলে তোমার জন্য করি মোনাজাত
আল্লাহ তায়ালা তোমায় যেন দেন , শ্রেষ্ঠ জান্নাত।
১ Comment
congratulations