২৪৮ বার পড়া হয়েছে
শেষ বিকেলের রোদটা আজো
নাজমা বেগম নাজু
শেষ বিকেলের রোদটা আজো ছায়া হয়ে কাঁদে
অশ্রুলেখা বুকে রেখে অস্তগামী ছায়াটাকে খুঁজি
ছায়া কখন সন্ধ্যা সাঁঝে চিহ্ন হারায়
আঁধার রেখায়, পাই না খুঁজে
খুঁজব কোথায় বুঝিনাতো,
এটাই শুধু বুঝি , আমার বুঝতে বাকি নাই,
একটা ছায়া অন্তবিহীন, অশেষ মায়ায়
জড়িয়ে রাখে সন্ধ্যা সকাল সব অবেলায়
মগ্ন আঁধার ভগ্ন করা সেই ছায়াটা তুমি।