৫২৩ বার পড়া হয়েছে
শীতের পিঠা
[রেজাউল করিম রোমেল]
খেজুর রসের পিঠা খেতে
লাগে অনেক মিষ্টি,
খেতে চাও ভাল কথা
দিও নাকো দৃষ্টি।
আরো আছে ভাপা পিঠা
নারকেল দিলে ভাই,
খেতে অনেক মধুর লাগে
ইহার জুড়ি নাই।
শীতকালের সব পিঠা গুলো
খেতে অনেক মজা,
এসব পিঠা খেলে সবার
মনটা থাকে তাজা।