১৯২ বার পড়া হয়েছে
শিশির মুক্তো
খাদিজা বেগম
(কিশোরী বেলার লেখা নিসর্গ বন্দনা)
গাঁয়ের মাঠের শিশিরভেজা
ঘাসগুলো,
আহা, এমন নিঠুর পায়ে
কে মাড়ালো ?
সকাল বেলায় মিষ্টিরোদ
দেয় ঝিলিক,
বিন্দু বিন্দু শিশিরগুলো
মুক্তোমানিক!
চারিদিকে চোখ বুলালে
যায় দেখা,
পরম যত্নে সবুজটারে
বিছিয়ে রাখা।
গাঁও গেরামের স্নিগ্ধ রূপে
চোখ জুড়ায়,
হলুদ রঙের সর্ষেফুল
মন ভরায় !
২৪ অক্টোবর, ২০২২ ইংরেজি
১ Comment
বাহ। আমার লেখা কবিতাটি ছেপেছেন দেখে ভীষণ আবেগাপ্লুত ! ধন্যবাদ অশেষ খায়ের ভাই কে।